বাস্তবতা !!

টাইটেলটা অনেক কঠিন একটা শব্দ। যেটাকে আপনি কখনোই ওভারকাম করতে পারবেন না, না পারবেন এড়াতে , না পারবেন জয়লাভ করতে। বিভিন্ন সমাজে এর রূপ ভিন্ন। অাজ আমাদের সমাজে কেউ চুরি করলে তাকে চোর বলা হয়। কিন্তু সে শখের বশে চুরি করে না পেটের দায়ে সেটা কারণ খোজাই বোকামির কাজ। ‘বিড়াল’ গল্পে মার্জার লেখককে বলেছিলো-‘ দুইদিন না খেয়ে থাকো ভাড়ার ঘরে যদি তুমি ধরা না পড়ো তাহলে আমি যেকোনো শাস্তি মেনে নিবো।’ আমরা এটা কখনো ভাবি না কারণ - এটা আমাদের প্রেস্টিজ ইস্যু। না খেয়ে মরি সমস্যা নাই কিন্তু সমাজে মান সম্মান নিয়ে থাকা লাগবে। আর এই সমাজে সেই মানুষগুলো সবচেয়ে বেশি অসহায় যাদের পথ দেখানোর মতো কেউ নাই। তাদের জীবনে উপদেশের অভাব থাকবে না কিন্তু সাহয্যের বেলায় ঝুলি ফাঁকা। এদের জীবনে সুখের মূহুর্ত থাকবে সামান্যই। বাকিটা কষ্টের ইতিহাস। তবুও অভিনয় চালিয়ে যাওয়া এদের কর্তব্য। কিছুদিন আগে এক বড় ভাইয়ের পোস্টে দেখলাম - ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করে এখন ভালোই ইনকাম করতেছেন। তবুও একটা 10,000 টাকার চাকরির জন্যে হা-হুতাশ করতেছেন। দিস কল প্রেস্টিজ ইস্যু হোয়্যার মানি ইজ নাথিং। টাকা দিয়ে পৃথিবীর সব কেনা গেলে আ...